• জমজমাট গড় মান্দারন, পিকনিকে মজেছে ৮ থেকে ৮০
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, গড় মান্দারন: পিকনিক স্পটগুলিতে থিকথিকে ভিড়। কোনও জায়গায় চলছে রান্নাবান্না, কোথাও পাত পেড়ে খাওয়া–দাওয়া। কিন্তু তার মধ্যেও সচেতন পুলিশ। এ বছরও গড় মান্দারন পর্যটনকেন্দ্রে বুধবার বড়দিন উপলক্ষে ভিড় উপচে পড়ে। তবে অন্য বছরগুলির তুলনায় এ বার ভিড়টা বেশি। এর জন্য গোঘাট থানার পুলিশ আগে থেকেই নিরাপত্তার ব্যবস্থা করেছিল। মোতায়েন করা হয় মহিলা পুলিশও।

    গড় মান্দারন সূত্রে জানা গিয়েছে, এ দিন ২ হাজারের বেশি পর্যটক এসেছেন। গোটা এলাকা জুড়ে চলেছে পিকনিক। তবে ডিজে বাজানো নিষিদ্ধ ছিল। হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার সীমানায় গড় মান্দারন। তাই এই পর্যটন কেন্দ্রে সেখান থেকেও বহু লোকজন এসেছিলেন। হুগলির অন্যতম বনাঞ্চল চাঁদুর ফরেস্ট। এখানে শীতের মরশুমে বিভিন্ন এলাকা থেকে মানুষজন পিকনিক করতে আসেন। বিনা এন্ট্রি ফিতে তাঁরা পিকনিক করেন। কিন্তু এ বার এই ফরেস্টে নো এন্ট্রি করে দেয় বন দপ্তর। এখানে কোনও পিকনিক করার অনুমতি দেয়নি বন দপ্তর। বনের পরিবেশ ঠিকঠাক রাখতেই এই উদ্যোগ বন দপ্তরের।

    বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শীতে পিকনিকের জন্য এতদিন চাঁদুর ফরেস্ট খোলাই থাকত। কিন্তু আগের বছর দেখা গিয়েছে পিকনিকের পর অনেকেই প্লাস্টিক ও থার্মোকলের থালা, বাটি, গ্লাস ফরেস্টে ফেলে চলে গিয়েছেন। শুধু তাই নয়, এমন ডিজে বাজিয়ে হুল্লোড় করেছিল যে এলাকার মানুষজন টিকতে পারেননি। এই নিয়ে মারপিটের ঘটনাও ঘটেছে। তাই এ বার ফরেস্ট বন্ধ রাখা হয়েছে। এতে কিছুটা হলেও পরিবেশ রক্ষা করা যাবে বলে জানান বন দপ্তরের আধিকারিক আসরাফুল ইসলাম।

    নোটিস জারি করে ফরেস্ট বন্ধের কথা জানানো হয়েছে। রয়েছে পুলিশের পাহারাও। পিকনিক করতে আসা মানুষজনের মন খারাপ হলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে ফরেস্ট বন্ধ থাকার জন্যই গড় মান্দারনে বেশি ভিড় হয়েছে। প্রায় ৮০ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে।

  • Link to this news (এই সময়)