খেলতে খেলতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পাঁচিল ভেঙে মৃত শিশু...
আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জের প্রসাদপুর গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুদের সঙ্গে খেলা করার সময় একটি পুরনো পাঁচিল ভেঙে সেটি চাপা পড়ে মৃত চার বছরের এক শিশু। মৃতের নাম জয় দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে রোজকার মতো চার–পাঁচ জন বন্ধুর সঙ্গে বাড়ির পাশেই খেলা করছিল জয় দাস নামে শিশুটি। হঠাৎই ওই এলাকার একটি পুরনো পাঁচিলের গাঁথনি ভেঙে পড়ে শিশুটির উপর। তৎক্ষণাৎ স্থানীয়রা ইটের স্তুপ সরিয়ে জয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জয়কে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেকদিন ধরেই পাঁচিলটি হেলানো অবস্থায় ছিল। এদিন বাচ্চারা যখন সেই পাঁচিলের পাশে খেলছিল, হঠাৎই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তখনই ইটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় চার বছরের ওই শিশুর।
মৃতের পিসেমশাই জানান, ‘প্রতিদিনই বাচ্চারা ওই এলাকায় খেলা করত। আজও সেখানে খেলতে গিয়েছিল জয়। কিন্তু কেউই বুঝতে পারেনি যে হঠাৎ করেই পাঁচিল ভেঙে পড়বে। যদিও পাঁচিলটি হেলানো অবস্থায় ছিল এবং তার গাঁথনিও ছিল আলগা।’