ছোট সরাল থেকে খুন্তে হাঁস, পরিযায়ী থেকে স্থানীয়, দূর থেকে শোনা যাচ্ছে রসিক বিলে পাখিদের তরজা ...
আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি রসিক বিলে আসতে শুরু করেছে। কোচবিহার জেলার রসিক বিলকে পাখিদের স্বর্গরাজ্য তো বটেই, ভ্রমণার্থীদেরও প্রিয় এক দর্শনীয় জায়গা। যারা পাখিদের ছবি তুলতে ভালোবাসেন, তাঁদের কাছে শীতকালে এই বিল হল আদর্শ জায়গা। কোচবিহার জেলার তুফানগঞ্জের এই বিল তাঁদের খালি হাতে ফেরাবে না। ছোট্ট এই বিলে নিজের আনন্দে ঘুরতে থাকা রকমারি প্রজাতির পাখিদের দেখে মন ভরে যাবে। আবার আশপাশের গাছগুলোতে বাসা বানিয়ে তাদের অনেকে সারা বছর থেকেও যায়। চারদিকের বড় গাছ এবং অরণ্য জায়গাটাকে বেশ নিরিবিলি করে রেখেছে। শীতকালই এখানে ভ্রমণের উপযুক্ত সময়।
উত্তরবঙ্গে পাখিদের স্বর্গরাজ্য বলে পরিচিত এই বিলে দেখা যায় বিভিন্ন রকমের সারস, আইবিস, স্পুনবিল, মাছরাঙা, টিয়া এবং অন্যান্য আরও পাখি। আছে হরিণ উদ্যান এবং কুমির ও ঘড়িয়াল পুনর্বাসন কেন্দ্র। উপরি পাওনা হিসেবে এখানে রাখা আছে লেপার্ড। আছে অজগর, পক্ষীশালা এবং কচ্ছপ উদ্ধার কেন্দ্র।
কিন্তু সবাইকে ছাপিয়ে যায় শীতকালের ঝাঁকে ঝাঁকে আসা পরিযায়ী পাখিরা। যেমন ছোটো সরাল, বালি হাঁস, সাদা চোখের পোচার্ড, খুন্তে হাঁস, পিনটাইল, বুনো হাঁস, দাগওয়ালা মাছরাঙা, সারসের মতো ঠোঁটওয়ালা মাছরাঙা, ছোটো নীল মাছরাঙা, ছোটো করমোরেন্ট, বড়ো করমোরেন্ট, পিং হাঁস এবং আরও নানা প্রজাতির পাখি। রসিক বিলের চারদিক অরণ্যে ঘেরা। গাড়িতে এক ঘণ্টায় পৌঁছনো যায় রায়ডাক বনে। জায়গাটির সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে রায়ডাক নদী। বর্ষাকালে যা ফুলেফেঁপে ওঠে।
রসিক বিল থেকে আলিপুরদুয়ারেও ঘুরে আসা যায়। মাত্র ৩০ কিলোমিটার দূরে। আর প্রায় ৪০ কিলোমিটার দূরে কোচবিহার শহর। সেখানকার বিখ্যাত রাজবাড়ি এবং মদনমোহন মন্দির দেখতে যান অনেকেই। কাছেই রয়েছে বাংলা-অসম সীমান্তের শহর কামাখ্যাগুড়ি। কীভাবে যাবেন রসিক বিল? হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে রেলপথে নিউ কোচবিহার রেল স্টেশনে নামতে হবে। সেখান থেকে রসিক বিল যাওয়ার গাড়ি ভাড়া করতে হবে। রসিক বিলের দূরত্ব নিউ কোচবিহার স্টেশন থেকে ৩৫ কিমি। যেতে ২ ঘণ্টার মতো সময় লাগবে। এছাড়া শিলিগুড়ি থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ার যাওয়া যায়। সেখান থেকে চলে যাওয়া যায় রসিক বিল। কোচবিহার শহর থেকেও রসিক বিল যাওয়ার গাড়ি ভাড়া পাওয়া যায়।