সোমবার সন্দেশখালি যাচ্ছেন মমতা, সরকারি কর্মসূচি ছাড়াও উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের
আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সরকারি কর্মসূচিতে দক্ষিণ ২৪ পরগণার সন্দেশখালিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্নের সভাগৃহ থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাবেন তিনি। ওই দিন দুপুর ১টায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। সেখানে দুঃস্থদের হাতে জামাকাপড় তুলে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এর ফলে প্রায় সন্দেশখালির প্রায় ২০ হাজার বাসিন্দা উপকৃত হবেন।
আগামী কয়েকদিন টানা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি জানান, ৫ এবং ৬ জানুয়ারি বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট (বিজিবিস) রয়েছে। বিজিবিস-এর শেষ দিনে অর্থাৎ ৬ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন মমতা। ওই দিন ভারত সেবাশ্রম এবং কপিলমুনির আশ্রমেও যাবেন। ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্ক থেকে ই-ভেসেলেরর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই ভেসেলে জলপথে হাওড়া থেকে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠে যাতায়াত করা যাবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানান, প্রতিটি জেলার সদর দপ্তরে একটি করে শপিংমল গড়ে তোলা হবে।
এ বছরের শুরুতে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশির সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে। শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে মহিলাদের উপর নির্যাতন এবং জোর করে ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছিল। লোকসভা ভোটে এর কোনও প্রভাবই পড়েনি তৃণমূলের ভোটব্যাঙ্কে। পাঁচ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম। হেরে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। লোকসভা ভোটের ফলের ছয় মাস পর সন্দেশখালিতে যাবেন মমতা।