• ভোটের কথা রাখলেন মমতা, বছর ঘোরার আগেই যাচ্ছেন সন্দেশখালি
    আজ তক | ২৬ ডিসেম্বর ২০২৪
  • সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার সন্দেশখালি যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন মমতা। জানিয়েছেন, সোমবার দুপুর ১টায় সন্দেশখালিতে সরকারি কর্মসূচি করা হবে। লোকসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনার ওই এলাকা ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সন্দেশখালি এলাকার 'ত্রাস' শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনাপ্রবাহের পর এই প্রথমবার সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছিলেন, বসিরহাটে তৃণমূল জিতলে তিনি সন্দেশখালি যাবেন। বছর ঘোরার আগেই কথা রাখলেন তিনি। এদিন মমতা বলেন, 'নির্বাচনের আগে অনেকে আমায় জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি বলেছিলাম, যাব, পরে যাব। ৩০ ডিসেম্বর যাব।'

    গত ৫ জানুয়ারি সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়েছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। জোর করে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান-ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। তারপর থেকেই তেতে ছিল সন্দেশখালি। গ্রেফতার করা হয় উত্তম, বিজেপি নেতা বিকাশ সিংহকে। পরে জামিন পান বিকাশ। গ্রেফতার করা হয় শিবপ্রসাদকেও। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা অজিত মাইতিকেও। গ্রেফতার করা হয় শাহজাহানকেও। 

    সন্দেশখালির ঘটনা ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এমনকী, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে সন্দেশখালি অন্যতম প্রধান ইস্যু ছিল। সন্দেশখালিকে হাতিয়ার করে নির্বাচনী যুদ্ধে শামিল হয়েছিল বিজেপি-সহ বিরোধীরা। বসিরহাট লোকসভা কন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। বসিরহাটে পদ্ম প্রতীকে লড়েছিলেন রেখা পাত্র। যদিও হেরে যান তিনি। জয়ী হন তৃণমূল প্রার্থী হাজি নুরুল।

    সন্দেশখালিকাণ্ডে অতীতে মুখ্যমন্ত্রী বলেছিলেন,  'সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস। অনেক দিন ধরে বলেছিলাম, এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয়ই দেখব।' রানাঘাটের সভায় মমতা বলেছিলেন, ' ক'দিন ধরে খুব সন্দেশখালির সন্দেশ দেখাচ্ছিল। সব বেরিয়ে গিয়েছে। কলসি ফুটো হয়ে গিয়েছে। কীভাবে প্ল্যান করেছিল বিজেপি!'
     
  • Link to this news (আজ তক)