আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে বিগ বাজার, উপকৃত হবে স্বনির্ভর গোষ্ঠীও
প্রতিদিন | ২৬ ডিসেম্বর ২০২৪
গৌতম ব্রহ্ম: কলকাতাকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে খুলতে চলেছে বিগ বাজার। তাতে অবশ্য বিশেষভাবে উপকৃত হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
মমতা এদিন বলেন, “আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে একটা জায়গা আছে। যেখানে একটা অ্যাকোয়ারিয়াম ছিল। ওখানে অ্যাকোয়ারিয়ামটা থাকবে। পাশাপাশি ওখানে বড় বাজার করা হবে। ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে। অর্ধেকটা দেওয়া হবে লেদার হাবের জন্য। আর বাকিটা দেওয়া হবে বাংলার শাড়ি বিপণনের জন্য।” তিনি আরও বলেন, “রাজ্যের সব বড় শহরে এক একর করে জমি বিনামূল্যে বিগ বাজার করার জন্য দেওয়া হবে। যার দুটি ফ্লোর সেল্ফ হেল্প গ্রুপের জন্য রাখতেই হবে। বাকিটা দোকান, কমিউনিটি হল, সিনেমা হল থাকবে। এটা টেন্ডার করে দেওয়া হবে। জমি আমাদের তৈরি হয়ে রয়েছে।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]