• ‘গণ আন্দোলন’-এর পর এই প্রথম, বছরের শেষে সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৪
  • আগামী ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারি ও পরবর্তীকালে গণ আন্দোলনের পর এই প্রথম সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে যদিও বসিরহাট কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল। বৃহস্পতিবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন, দিদি সন্দেশখালি যাবেন না? বলেছিলাম পরে যাব।’ এর পর তিনি বলেন, ‘আমি ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাব। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেব।’

    জমি দখল, মহিলাদের নির্যাতন-সহ একাধিক অভিযোগ উঠেছিল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। রেশন দুর্নীতির তদন্তে নেমে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যান ইডি আধিকারিকদের একটি দল। সেখানে তাঁদের শেখ শাহজাহানের অনুগামীদের হাতে হেনস্থা হতে হয় বলে অভিযোগ। এই ঘটনার পরেই সন্দেশখালি থানা ঘিরে বিক্ষোভ শুরু করেন সন্দেশখালি এলাকার বিভিন্ন গ্রামের মহিলারা। সামনে আসতে থাকে নারী নির্যাতন-সহ নানা গুরুতর অভিযোগ। টানা প্রায় ৫৫ দিন নিখোঁজ থাকার পর ২৯ ফেব্রুয়ারি মিনাখাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছিল শাহজাহানকে। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ-সহ, দলীয় পদ থেকে অপসারণ করার কথাও বলা হয়।

    সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। সেই মঞ্চ থেকে অন্তত ১০০ জনকে সরকারি পরিষেবার নথি হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালির কর্মসূচি মিটিয়ে আগামী ৬ ডিসেম্বর গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার আগে ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন তিনি। এর পর আগামী ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্কের উল্টোদিকে একটি মেলায় যোগদান করবেন তিনি। সেখান থেকেই হাওড়া থেকে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরের জন্য ই-ভেসেলের উদ্বোধন করা হবে।

    আগামী ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রয়েছে। ওই দিন গোটা রাজ্যে মা মাটি মানুষ দিবস পালন করবে তৃণমূল। ওই দিনে ব্লকে ব্লকে রক্তদান শিবির আয়োজনের কথা বৃহস্পতিবার জানান মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)