ফের লোকাল ট্রেন বাতিলের ঘোষণা। হাওড়া ও শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। হাওড়ার নালিকুল ও মালিয়া স্টেশনের কাছে ১০ ঘণ্টার পাওয়ার ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। শিয়ালদহ সেকশনে ২৮ ডিসেম্বর রাত সাড়ে এগারোরটা থেকে ২৯ ডিসেম্বর সকাল ৬.৩০ পর্যন্ত ট্র্যাকের কাজ করা হবে। সেই কারণে শিয়ালদহ সেকশনেও ২৮ ও ২৯ ডিসেম্বর একাধিক ট্রেন বাতিল থাকবে।
হাওড়া সেকশনে কী কী ট্রেন বাতিল?
২৮ ডিসেম্বর - তারকেশ্বর-হাওড়া লোকাল (৩৭৩৫২, ৩৭৩৫৪), হাওড়া থেকে তারকেশ্বর লোকাল (৩৭৩৪৯, ৩৭৩৫১)।
২৯ ডিসেম্বর - তারকেশ্বর-হাওড়া লোকাল (৩৭৩১২, ৩৭৩১৪,৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২), তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল (৩৭৪১২, ৩৭৪১৬), গোঘাট-হাওড়া লোকাল (৩৭৩৭২), আরামবাগ-হাওড়া লোকাল (৩৭৩৬০), হরিপাল-হাওড়া লোকাল (৩৭৩০৮), সিঙ্গুর-হাওড়া লোকাল (৩৭৩০৪)।
আপ লাইনে হাওড়া-গোঘাট লোকাল (৩৭৩৭১,৩৭৩৭৩), হাওড়া-তারকেশ্বর লোকাল (৩৭৩০৯,৩৭৩১১,৩৭৩১৩,৩৭৩১৫), হাওড়া-আরামবাগ লোকাল(৩৭৩৫৯), শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল (৩৭৪১১, ৩৭৪১৫)।
শিয়ালদহ সেকশনে কী কী ট্রেন বাতিল?
২৮ ডিসেম্বর - শিয়ালদহ-ডানকুনি লোকাল (৩২২৪৯ ও ডাউন ৩২২৫২)
২৯ ডিসেম্বর - শিয়ালদহ-বনগাঁ লোকাল (আপ ৩৩৮১১,৩৩৮১৩, ডাউন ৩৩৮২০৩৩৮২২), শিয়ালদহ-হাবরা লোকাল আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২, ৩৩৬৫৪, শিয়ালদহ – হাসনাবাদ লোকাল আপ ৩৩৫১৩/ ডাউন ৩৩৫১৪, শিয়ালদহ – ডানকুনি লোকল আপ ৩২২১১, ৩২২১৩, ৩২১১৫, ৩২২১৭, ৩২২১৯/ ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, শিয়ালদহ – দত্তপুকুর: আপ ৩৩৬১৩/ ডাউন ৩৩৬১২, ৩৩৬১৬, ৩৩৬১৮, শিয়ালদহ – কল্যাণী সিমন্ত: আপ ৩১৩১১, ৩১৩১৩/ ডাউন ৩১৩১২, ৩১৩১৬, শিয়ালদহ -শান্তিপুর লোকাল আপ ৩১৫১১, ৩১৫১৩/ ডাউন ৩১৫১২, ৩১৫১৬, শিয়ালদহ –গেদে লোকাল আপ ৩১৯১১/ ডাউন ৩১৯১২, শিয়ালদহ -কৃষ্ণনগর লোকাল আপ ৩১৮১১/ ডাউন ৩১৮১২, শিয়ালদহ – নৈহাটি লোকাল আপ ৩১৪১১/ ডাউন ৩১৪১৪, শিয়ালদহ –রানাঘাট লোকাল আপ ৩১৬১১, ৩১৬১৩, ৩১৬১৫/ ডাউন ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬, বারাসত – দত্তপুকুর: আপ ৩৩৩৫৭।