আজকাল ওয়েবডেস্ক: রেললাইনের ধার থেকে বোমা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সুতি থানার নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকায়। মত্ত অবস্থায় নিজেদের মধ্যে ঝগড়া করে দুই যুবক রেললাইনের পাশে বোমা রেখে পালাতে গিয়ে স্থানীয় লোকেদের হাতে ধরা পড়ে যায়। এরপর স্থানীয়রাই সুতি থানা এবং রেল পুলিশে খবর দেন। সুতি থানার পুলিশ এসে দুই যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে ।
রেল লাইনের পাশ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আজিমগঞ্জ-মালদা ডিভিশনের বেশ কয়েকটি স্টেশনে একাধিক দূরপাল্লার এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে পড়ে। এরপর ওই লাইন দিয়ে শুধুমাত্র ইঞ্জিন চালিয়ে পরীক্ষা করা হয় আর কোথাও কোনও বোমা পড়ে রয়েছে কিনা। প্রায় ঘন্টা খানেক পর ওই লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ নিমতিতা স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে মদন কুন্ডু এবং সাগর দাস নামে দুই যুবককে রেল লাইনের পাশে একটি বোমা ফেলে রাখতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। গোটা ঘটনাটির ভিডিও করেন কয়েকজন গ্রামবাসী। এরপরই ওই দুই যুবককে পাকড়াও করে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে রেললাইনের ধার থেকে বোমাটি উদ্ধার করে জলে চুবিয়ে রাখে। হঠাৎ করে রেললাইনের পাশ থেকে বোমা উদ্ধারের খবর পাওয়ার পরই ওই লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। বোমা উদ্ধারের ঘটনার সময় বারহাড়োয়া থেকে আজিমগঞ্জগামী একটি ট্রেন নিমতিতা স্টেশনে দাঁড়িয়ে ছিল। সেটিকেও নিমতিতা স্টেশনে প্রায় এক ঘন্টার বেশি সময় দাঁড় করিয়ে রাখা হয়। সুতি থানার এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে দুই যুবক মত্ত অবস্থায় রেল লাইনের পাশে বোমা রেখেছিল। তবে বোমাটি না ফাটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। ধৃত যুবকেরা কোথা থেকে এই বোমা পেয়েছিল এবং কেনোই বা তারা সেটা রেললাইনের পাশে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।