• বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা
    আজকাল | ২৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বারাসতে কাজীপাড়া রেলগেট চত্বরে সংস্কারের কাজ হবে। তাই দু'দিন পুরোপুরি বন্ধ থাকবে যশোর রোড। আগামী শনি ও রবিবার কাজিপাড়ার উপর দিয়ে যশোর রোড ধরে কোনও যানবাহন চলাচল করবে না। জেলা প্রশাসনের ঘোষণায় মাথায় হাত পড়েছে নিত্যযাত্রীদের। তারা চূড়ান্ত ভোগান্তির সিঁদুরে মেঘ দেখছেন। দিনের বেলায় যানচলাচল বন্ধ রেখেই বারাসতে যশোর রোডের উপর কাজিপাড়া রেলগেট সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ চলছিল। দ্রুত সংস্কারের লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর কাজিপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডে জেলা প্রশাসন যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

     

     

    প্রসঙ্গত, দীর্ঘদিন কাজিপাড়া রেলগেট সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। গত ২০ ডিসেম্বর থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। দিনের বেলায় সম্পূর্ণ বন্ধ রেখেই সংস্কারের কাজ চলছে। বিকল্প পথ হিসাবে কলকাতা থেকে বনগাঁর দিকের গাড়িগুলিকে বারাসত চাঁপাডালির আগে উড়ালপুল দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে কলোনি মোড় হয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে সন্তোষপুর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর বনগাঁগামী ওই যানবাহনগুলোকে ডান দিকে ঘুড়িয়ে ফের সমস্ত যানবাহনকে যশোর রোডে মিলিয়ে দেওয়া হচ্ছিল। 

     

     

    আর বনগাঁর দিক থেকে আসা যানবাহনগুলিকে অশোকনগরের বিল্ডিং মোড় থেকে ঘুরিয়ে আওয়ালসিদ্দি মোড় থেকে ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ে আসা হচ্ছে। টাকি রোডের দিক থেকে আসা গাড়ি কাচকল মোড় হয়ে রাজারহাটের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন রাত ১১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত এক লাইন দিয়ে গাড়ি চলাচল করছে। জেলা প্রশাসন আগামী ৪ জানুয়ারির মধ্যে সংস্কারের কাজ শেষ করতে চাইছে। তাই, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ৪৮ ঘন্টা যশোর রোডের কাজিপাড়া অংশে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বারাসত জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক অলোকরঞ্জন মুনশি বলেন, 'মূলত সংস্কারের কাজে যশোর রোড দু'দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

     

     

    জেলাশাসক ও পুলিশ সুপারের নির্দেশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যান চলাচল বন্ধ করা সম্পর্কে প্রচারও করা হয়েছে। বনগাঁ, বসিরহাট ও বিধাননগর পুলিশকে তা জানানোও হয়েছে।' বনগাঁ পেট্রাপোল সীমান্ত থেকে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী যানবাহন যশোর রোড ধরে কলকাতায় যাতায়াত করে। যশোর রোড সচল থাকার ওপর ভারত -বাংলাদেশ দু'দেশের আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে। সঙ্গে যাত্রী পরিবহণও রয়েছে। তাই, দু'দিন যশোর রোড বন্ধ থাকার সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। ভোগান্তির সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।
  • Link to this news (আজকাল)