কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
আজকাল | ২৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কেমন আছেন হাসপাতালে কর্মরত স্নাতকোত্তর প্রশিক্ষণরত চিকিৎসকরা? জানতে দেশজুড়ে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে ন্যাশানাল হিউম্যান রাইটস কমিশন বা এনএইচআরসি। তাদের হয়ে এই কাজ করছে সাপোর্ট ফর অ্যাডভোকেসি অ্যান্ড ট্রেনিং টু হেলথ ইনিসিয়েটিভ বা 'সাথী' নামে একটি সংস্থা।
বৃহস্পতিবার সাথীর তিনজন প্রতিনিধিদের একটি দল কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল-এর মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ অঞ্জন অধিকারীর সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে তাঁরা জানতে চান হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণরত এই চিকিৎসক বা পিজিটি-দের জন্য কী কী ব্যবস্থা বা সুবিধা আছে। তাঁদের থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা বা কাজের সময় তাঁদের মানসিক অবস্থার কথাও প্রতিনিধি দলের সদস্যরা জানতে চান।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, এই বৈঠকে তাঁরা জানতে চান, এবিষয়ে কর্তৃপক্ষের কোনও 'সাজেশন' আছে কিনা। সেই সাজেশনও তাঁরা লিখে নেন। কলকাতা মেডিক্যাল কলেজের একটি সূত্র জানায়, এর আগে বিভিন্ন বিষয় নিয়ে এনএইচআরসি-র তরফে খোঁজ নেওয়া হলেও পিজিটি বা প্রশিক্ষণরত স্নাতকোত্তর চিকিৎসকদের সুবিধা বা অসুবিধার সম্পর্কে খোঁজ নেওয়া একেবারেই প্রথম। তাঁর কথায়, আরজি কর-এর নিহত চিকিৎসক ছিলেন একজন পিজিটি। ওই ঘটনার পর এভাবে হাসপাতালগুলিতে খোঁজ নেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ।