• অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩
    আজকাল | ২৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অভিষেক ব্যানার্জির নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হুমকি ফোনে ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে জানিয়েছেন পুর চেয়ারম্যান। এই ঘটনার তদন্তে নেমে শেক্সপিয়র সরণি থানার পুলিশ হুগলি থেকে ৩ যুবককে গ্রেপ্তার করেছে।  

    কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত দাবি করেন, বৃহস্পতিবার দুপুরের পর অপরিচিত একটি নম্বর থেকে তাঁর চেম্বারে একটি ফোন আসে। ওই ফোন সাংসদ অভিষেক ব্যানার্জির অফিস থেকে করা হয়েছে বলে জানানো হয়। পুর চেয়ারম্যান জানিয়েছেন ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, অভিষেকদার অফিস থেকে বলছি। ৫ লাখ রেডি রাখুন। সঠিক সময়ে নিয়ে নেওয়া হবে।‌ 

    যা শুনেই সন্দেহ হয় কালনা পুরসভার চেয়ারম্যানের। তিনি পুলিশকে সব জানান। যোগাযোগ করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর দফতরে। ডায়মন্ড হারবারের সাংসদের দফতর থেকে অভিযোগ দায়ের করা হয় শেক্সপিয়র সরণি থানায়। পুলিশ মোবাইল নম্বরের মাধ্যমে লোকেশন ট্র্যাক করতে শুরু করে। জানা যায়, ওই ফোনটি হুগলি থেকে এসেছিল। এরপরই পুলিশ তল্লাশি শুরু করে। হুগলি থেকে জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিমকে গ্রেপ্তার করা হয়।
  • Link to this news (আজকাল)