• নিউটাউন বইমেলার পথচলা শুরু রক্তকরবীর হাত ধরে
    আজকাল | ২৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম করে শুরু হয়ে গেল নিউটাউন বইমেলা। চলবে আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত। বইয়ের পাশাপাশি রয়েছে খাবারের স্টল, সঙ্গে বাচ্চাদের জন্য কিছু রাইডও। 

     

    এবারের নিউটাউন বইমেলা পদার্পণ করল ১১ বছরে। এই বছরের বইমেলার থিম রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবী এই বছর ১০০ বছর পূর্তি হচ্ছে। তাই এই বিশেষ নাটকটি বেছে নেওয়া হয়েছে এবারের থিম হিসেবে, এমনটাই জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। মেলার এক উদ্যোক্তা বিমান সাহা জানিয়েছেন, ২০১৩ সালে প্রথম উদ্বোধন হয় এই বইমেলার। তারপর থেকে নিয়ম মেনে এই মেলা চলে আসছে প্রতি বছর। 

     

    মেলায় রয়েছে ইসকনের স্টলও। সেখানে দেদার বিকোচ্ছে নানা ধর্মগ্রন্থের বই, সঙ্গে সকল মানুষকে বিলোনো হচ্ছে খিচুড়ি। তবে শুধু মুখে বলতে হবে হরেকৃষ্ণ। তাহলেই মিলবে প্রসাদ। মেলার অন্যতম একটা বৈশিষ্ট্য হল এই মেলায় বিনামূল্যে মাপা হচ্ছে ওজন। এই সুযোগও দেওয়া হচ্ছে ইসকনের তরফে। বিভিন্ন স্টলে ঢু মারতে দেখা গিয়েছে দর্শকদের। বই উল্টে পাল্টে দেখছেন, কিনছেন। 
  • Link to this news (আজকাল)