• নিমতিতা স্টেশনে বোমাতঙ্ক! এলাকায় চাঞ্চল্য, আটক ২
    প্রতিদিন | ২৭ ডিসেম্বর ২০২৪
  • শাহজাদ হোসেন, ফরাক্কা: রেল লাইনের ধারে কালো প্লাস্টিকে মোড়া বস্তু রেখে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠল মদ্যপ দুই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার নিমতিতা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল ও সুতি থানার পুলিশ। কালো প্লাস্টিকের মোড়া গোলাকৃতি বস্তু বোমা কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় অভিযুক্ত যুবকদের আটক করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দুই যুবকের নাম মদন কুণ্ডু ও সাগর বিশ্বাস। তাঁদের বাড়ি সুতি থানার দফাহাট এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সাগর এবং মদন রেল লাইনের ধারে বোমা রেখেছিল। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। এদিকে পুলিশের দাবি, রেললাইনের পাথর কালো প্লাস্টিকের মধ্যে মুড়ে রেল লাইনের ধারে ফেলে রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল তাঁরা। কোনও বোমা ছিল না বলেই পুলিশের দাবি। এর জেরে ধুলিয়ান গঙ্গারোড স্টেশন ও জঙ্গিপুর রোড স্টেশনের মধ্যে বেশ কিছুক্ষন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। নিমতিতা স্টেশনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকে বারহাড়োয়া ও আজিমগঞ্জ প্যাসেঞ্জার।

    ২০২১ সালে এই নিমতিতা স্টেশনে রাজ্যের তৎকালীন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী মন্ত্রী বর্তমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ট্রেন ধরতে এসে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন। আহত হন বেশ কয়েকজন যাত্রীও। এখনও সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। এবার রেল লাইনের ধারে মদ্যপ দুই যুবক কেন বোমা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করল তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কারণ জানতে দুই যুবককে জেরা করছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)