• জেসিবি মেশিন দিয়ে রাস্তা কেটে দেওয়ার অভিযোগ
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, মেদিনীপুর: জিসিবি মেশিন দিয়ে গ্রামীণ রাস্তা কেটে দেওয়ার অভিযোগ। ঘটনায় তুমুল উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটান এলাকায়। রাস্তা কেটে দেওয়ায় সমস্যায় পড়েছে পাঁচ থেকে ছয়টি পরিবার। স্থানীয় মানুষের দাবি, কয়েক পুরুষ ধরে তাঁরা ওই রাস্তা ব্যবহার করে আসছেন।

    বৃহস্পতিবার সকালে জমির মালিক অমিত চক্রবর্তী ও সজল চক্রবর্তীরা হঠাৎ জেসিবি মেশিন নিয়ে এসে ওই রাস্তা কেটে দেন। রাস্তা কেটে দেওয়াই সমস্যায় পড়তে হয় ওপারে থাকা পরিবারগুলিকে। মানুষের যাতায়াতের রাস্তা কী ভাবে কেটে দিতে পারেন তাই নিয়ে উঠছে প্রশ্ন।

    চক্রবর্তী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জায়গায় দীর্ঘদিন যাতায়াত করছিলেন দাস পরিবারের সদস্যেরা। তাঁদের যাতায়াতের জন্য জন্য অন্য একটি রাস্তা রয়েছে। সজল চক্রবর্তী বলেন, ‘আমরা জায়গা ছেড়েছিলাম। হঠাৎ ওঁরা ওই রাস্তা কংক্রিটের ঢালাই করবে বলছে। আমাদের সঙ্গে কোনরকম আলোচনা ছাড়াই ওই জায়গায় ঢালাই করার পরিকল্পনা করে কী ভাবে! আমাদের জায়গার মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তাই জেসিবি মেশিন দিয়ে এই রাস্তা কেটে দেওয়া হয়েছে। বারবার বলেছি আলোচনায় এসো, পাশ দিয়ে রাস্তার জন্য জায়গা দেবো। কিন্তু আসেনি কেউ।’

    স্থানীয় কাকলি দাস, মৌসুমী দাস, যতীন্দ্র ভুঁইয়ারা বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই রাস্তা ব্যবহার করছি। বৃহস্পতিবার হঠাৎ করে জেসিবি মেশিন নিয়ে এসে ওঁরা (চক্রবর্তীরা) রাস্তা কেটে দিল। এটা কেমন কাজ!’ মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজরুল ইসলাম বলেন, ‘আমি এলাকায় গিয়ে দেখে এসেছি। রাস্তা কেটে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানাব। দ্রুত ব্যবস্থা যাতে নেওয়া হয় তা দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)