• অভিষেকের নাম করে পুরপ্রধানকে ফোন, ধৃত ৩
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। পূর্ব বর্ধমানের কালনা পুরসভার প্রধান আনন্দ দত্তকে ফোন করে ৫ লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ।

    দলকে পুরো বিষয়টি জানিয়ে গত বুধবার এমএলএ হস্টেলে গিয়ে অভিযুক্ত জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিমের সঙ্গে দেখা করেন আনন্দ। সেখানে কথাবার্তা বলার সময়ে তিনি বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। এরপর শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করলে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ফোন করে একটি ভোটকুশলী সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে আনন্দের কাছে টাকা চান জুনেদুল। যদিও তাঁর সঙ্গে ফোনে ঠিক কী কথা হয়েছিল, সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আনন্দ। বৃহস্পতিবার তিনি বলেন, ‘বিষয়টা আমি দলের বিভিন্ন স্তরে জানিয়েছি। দল অনুমতি দিলে তবেই এ নিয়ে মন্তব্য করতে পারব।’

    তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন,‘কালনার পুরপ্রধান বিষয়টা আমাকে মঙ্গলবার জানান। ওকে এমএলএ হস্টেলের ৩১৭ নম্বর ঘরে দেখা করতে বলা হয়েছিল। উনি কয়েকজনকে নিয়ে বুধবার বেলার দিকে দেখা করতে গেলেও টাকা নিয়ে যাননি। কথা বলার সময়ে বুঝে যান প্রতারকদের খপ্পরে পড়েছেন। ওখান থেকে বেরিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।’

    বৃহস্পতিবার অভিযুক্তদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ২ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এমএলএ হস্টেলে ঘর পেতে কোনও বিধায়কের অনুমতি লাগে। তদন্তকারী অফিসারেরা খতিয়ে দেখছেন, কী ভাবে অভিযুক্তরা হাই সিকিউরিটি জোনে ওই ঘরটি পেয়েছিলেন। এর নেপথ্যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)