• হাতি হত্যায় তিন বছরের সশ্রম কারাদণ্ড
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, আলিপুরদুয়ার: বিদ্যুৎ পরিবাহী বেড়ার ফাঁদে ফেলে একটি পূর্ণবয়স্ক মাদি হাতিকে হত্যার দায়ে তিন বছরে সশ্রম কারাদণ্ড আলিপুরদুয়ার আদালতে। সন্দীপ রায়কে দোষী সাব্যস্ত করে ৩০ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের অতিরিক্ত কারাবাস।

    ২০২২ সালের ২১ মার্চ বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন দুর্গম এলাকা সিলটং বনবস্তির একটি কলাবাগানে একটি পূর্ণবয়স্ক মাদি হাতির মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার করেন বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্বের দক্ষিণ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা। সেখান থেকে উদ্ধার হয় বৈদ্যুতিন তার ও বেশ কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি। ওই নমুনাগুলি খুঁটিয়ে পরীক্ষার পরেই বনকর্তারা বুঝতে পারেন যে, বুনো হাতিটিকে পরিকল্পিত ভাবে তড়িতাহত করে হত্যা করা হয়েছে।

    তদন্তে নেমে ওই দিনই স্থানীয় বাসিন্দা সন্দীপ রায়কে গ্রেপ্তার করে বন দপ্তর। ধৃতের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় মামলা রুজু করা হয়। পরে মৃত হাতিটির ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্টেও তড়িদাহত হওয়ার প্রমাণ মেলে। ওই মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ চলে গত দু’বছর।

    শেষ পর্যন্ত বৃহস্পতিবার মামলার চূড়ান্ত সাজা ঘোষণা করা হয়। রায় ঘোষণা করেন বিচারক দোর্জি মোক্তান। আলিপুরদুয়ার সিজেএম আদালতের সহকারী সরকারি আইনজীবী মদনগোপাল সরকার জানান, বন্যপ্রাণ সংরক্ষণ আইনের বলে অভিযুক্তকে সাজা দিয়েছেন মাননীয় বিচারক।

  • Link to this news (এই সময়)