• স্নো–ফল দেখতে নাথুলায় যাবেন? বেলচা–শিকল রাখতে হবে গাড়িতে
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, শিলিগুড়ি: স্নো–ফল এরিয়ায় পর্যটকদের বেড়াতে নিয়ে যাওয়ার সময়ে গাড়ি চালকদের সঙ্গে বেলচা এবং লোহার শিকল রাখতেই হবে। সিকিম রাজ্য পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার এই নির্দেশ জারি করা হলো। আজ, শুক্রবার থেকে ফের ছাঙ্গু, নাথুলা, জুলক–সহ সমগ্র উত্তর সিকিমেই স্নো–ফলের পূর্বাভাস রয়েছে।

    প্রতি বছর বরফপাত দেখতে গিয়ে পর্যটকেরা ছাঙ্গু এবং নাথুলায় ঘোর বিপাকে পড়েন। রাস্তা থেকে বরফ সরাতে না-পেরে চালকেরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েন। বরফে ঢাকা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে পিছলে যাওয়ার ঘটনাও ঘটেছে অনেকবার।

    চলতি বছরের জানুয়ারি মাসেই এমন ঘটনার জেরে নাথুলায় বিপাকে পড়েন কয়েক’শো পর্যটক। শেষ পর্যন্ত সেনা কর্মীরা ওই পর্যটক এবং গাড়ি চালকদের উদ্ধার করে ছাউনিতে নিয়ে গিয়ে চিকিৎসা ও থাকা খাওয়ার ব্যবস্থা করেন।

    সরকারি নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি গাড়ি চালককে সকাল সাড়ে দশটার মধ্যে ছাঙ্গু ও নাথুলায় যাওয়ার পারমিট সংগ্রহ করে নিতে হবে। তেমনই বিকেল পাঁচটার মধ্যেই গ্যাংটকে ফিরতে হবে। প্রতিটি গাড়িতে বরফ সরানোর জন্য বেলচা রাখতে হবে।

    বরফে ঢাকা রাস্তায় যাতে গাড়ি পিছলে না-যায় সে জন্য গাড়িতে লোহার শিকল রাখতে হবে। ওই শিকল চাকায় লাগিয়ে গাড়ি চালালে পিছলে পড়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। একই সঙ্গে গাড়িতে আবর্জনা ফেলার পাত্রও রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    কেননা, আবর্জনা রাখার পাত্রের অভাবে প্রায়শই পর্যটকেরা চিপসের প্যাকেট, জলের বোতল, খাবার রাস্তায় ফেলে দেন। ফলে ওই সমস্ত এলাকা নোংরা হয়ে যায়। সিকিম রাজ্য পুলিশের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

    হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘সঠিক সিদ্ধান্ত। আমরা স্বাগত জানাচ্ছি। পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে সেই এলাকাকে নোংরা করা অনুচিত। চালকদেরও অনুরোধ করব, সরকারি নির্দেশ মেনে চলার জন্য।’

  • Link to this news (এই সময়)