এই সময়, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা থেকে যে রাজ্য সড়কটি কুমারগ্রাম হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত গিয়েছে, সেই পথে দশ দিনের মাথায় ফের অবরোধ করলেন বারোবিশা তিনবাত্তি মোড় এলাকার ব্যবসায়ীরা। এই অবরোধের ফলে আটকে যান তৃণমূল সাংসদ প্রকাশ চিকবরাইক। যদিও তাঁরই হস্তক্ষেপে অবরোধ ওঠে।
অভিযোগ, রাজ্য সড়কের তিনবাত্তি মোড়ের ১০০ মিটার অংশ একেবারেই বেহাল হয়ে পড়েছে। শুখা মরশুমে ওই রাস্তায় ধুলোর ঝড়ে অতিষ্ট ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই। ওই বেহাল রাজ্য সড়ক মেরামতির দাবিতে গত ১৭ ডিসেম্বর সকালে পথ অবরোধ করেন বিক্ষোভ দেখান বারোবিশা ব্যবসায়ী সমিতির সদস্যরা।
তাঁদের অভিযোগ, বর্ষাকালে ওই রাজ্য সড়কের নির্দিষ্ট ১০০ মিটার এলাকায় জল জমে থাকার দরুন ধুয়ে যায় ব্ল্যাক টপ। সঙ্গে তৈরি হয় খানাখন্দ। ওই গর্তে পড়ে প্রায় প্রতিদিন দুর্ঘটনার মুখে পড়ে টোটোগুলি। জখম হন যাত্রীরা। সেদিন ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।
কিন্তু পরে ব্লক প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীরা আলোচনা করতে গেলে, তাঁদের চাঁদা তুলে রাস্তায় জল দিতে পরামর্শ দেন বিডিও, এমনটাই দাবি ব্যবসায়ীদের। তাঁদের বক্তব্য, প্রশাসনকে দেওয়া সময়সীমার মধ্যে কাজ শুরু না হওয়ায় বৃহস্পতিবার ফের সকালে দশটা থেকে অবরোধ করা হয়। ওই অবরোধের ফলে এই ভরা কমলালেবুর মরশুমে ভারত–ভুটান যোগাযোগ থমকে যায়।
কারণ ওই পথ ধরেই ভুটানের কালীখোলার বিখ্যাত কমলা লেবু ভারত–সহ অন্য দেশে যায়। ওই সময়ে রাজ্য সড়ক ধরে আসছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক। তিনিও আটকে যান ওই অবরোধে। তারপরেই সাংসদ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দ্রুত রাজ্য সড়ক মেরামতির আশ্বাস দেন। তাঁর আশ্বাসে দু’ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।