• পুলিশকে চুড়ি পরানোর হুমকি, তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • এই সময়, কাটোয়া: পুলিশের হাতে চুড়ি পরানোর হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি মাসদুর রহমান ওরফে মুকুল দিন দুই আগে হুমকি দেয় পুলিশকে।

    তারই ভিত্তিতে এই মামলা রুজু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। এ নিয়ে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘পুলিশকে হুমকি দেওয়ায় পুলিশ আইন মতো মামলা রুজু করেছে৷ যে ফেক্স পোড়ানো নিয়ে অশান্তি, তার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যও পুলিশকে বলা হয়েছে।’

    সোমবার রাতে মঙ্গলকোটের কুড়ুম্বা গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি ফ্লেক্স পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার জেরে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় উত্তেজনা ছড়ায়। দুপুরে কৈচরে বর্ধমান-কাটোয়া রাস্তা অবরোধ করা হয়। বিকেলে ঘেরাও করা হয় পুলিশ ফাঁড়ি৷

    দুপুরে অবরোধ চলাকালীন উত্তেজিত হয়ে তৃণমূল নেতা মাসদুর পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দোষীদের গ্রেপ্তার করতে হবে। দুপুর ১টা পর্যন্ত সময় দেওয়া হলো। না হলে আপনাদের হাতে চুড়ি পরিয়ে দেবো।’

    এমনকী স্থানীয় তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ‘নপুংসক পুলিশ৷ এটা আমরা চাই না৷’ এর পরেই তৈরি হয় বিতর্ক। বুধবার রাতে মাসদুর ও আরও কয়েকজনের নামে মামলা রুজু করে মঙ্গলকোট থানার পুলিশ। মাসদুর এ দিন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে মায়ের সমান৷ তাই তাঁর ছবি দেওয়া ফ্লেক্স পুড়িয়ে দেওয়ায় মাথার ঠিক ছিল না। ভবিষ্যতে আর এমনটা হবে না৷’

  • Link to this news (এই সময়)