কালনায় ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল তিন জনের, গুরুতর আহত এক
আজকাল | ২৭ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কালনা কাটোয়া রোডের তুলসীডাঙ্গার কাছে। গুরুতর আহত এক। আহত যুবক কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, বাঁশদহ বিলের পাড়ে চলছে খাল বিল চুনো মাছ ও পিঠে পুলি উৎসব। তা দেখে একটি বাইকে ফিরছিলেন দু’জন। তুলসীডাঙ্গার কাছে উল্টোদিক থেকে আসা অপর একটি বাইকের সঙ্গে হয় মুখোমুখি সংঘর্ষ। ওই বাইকেও ছিলেন দু’জন। দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধার করে গুরুতর জখম চার জনকে কালনা মহকুমা হাসপাতালে রাত ৯টা নাগাদ নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকরা জানান, ততক্ষণে তিন জনের মৃত্যু হয়েছে। তবে মৃতদের পরিচয় পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহত যুবকের নাম বিক্রম বিশ্বাস। তিনি বর্তমানে চিকিৎসাধীন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ। বেপরোয়া গতি না চালকরা মদ্যপ ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার একটি বাম্পারের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ওই বাম্পারের জন্য এর আগেও দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা। দুই বাইকের সংঘর্ষ ও মর্মান্তিক পরিণতি বলে পুলিশের অনুমান।