• একধাক্কায় তিন ডিগ্রি কমল তাপমাত্রা, আগামী সপ্তাহেই ফিরছে কনকনে শীত
    আজকাল | ২৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কোথায় গেল শীত?‌ বড়দিনে কনকনে শীতের দেখা পাওয়া যায়নি। গত দশ বছরে উষ্ণতম বড়দিন দেখেছে কলকাতা। এর মধ্যেই শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। তবে বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। অন্যদিকে, শনিবার দার্জিলিংয়ে তুষারপাতে সম্ভাবনা আছে।

    নিম্নচাপ ও পশ্চিমি ঝঞ্জাই শীতের পথে ভিলেন হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে বছর শেষে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। শনিবার ও রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এছাড়া শনিবার হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতাতেও শনিবার থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার নামবে পারদ। বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। আপাতত ক’‌দিন ভোরের দিকে ঘন কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক ধাক্কায় তিন ডিগ্রি কমল তাপমাত্রা। 

    এদিকে, শনিবার তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায়। তবে আগামী সপ্তাহে পারদ নামবে উত্তরেও।
  • Link to this news (আজকাল)