• ২০ জনের উপর হামলা, আতঙ্কে নেকড়েকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা, তোলপাড় বুদবুদ
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • হামলার পাল্টা হামলায় বলি একটি নেকড়ে। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের বুদবুদে জঙ্গল লাগোয়া দেবশালা গ্রামে অতর্কিতে হামলা চালায় একটি নেকড়ে। জানা গিয়েছে, তার আক্রমণে ২০ জন গুরুতর জখম। আক্রান্তের তালিকায় রয়েছেন মহিলারাও। অভিযোগ, এক মহিলার আঙুল কামড়ে খুবলে নেয় ওই নেকড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরে। কিন্তু বন বিভাগের কর্মীরা সেখানে পৌঁছনোর আগেই নেকড়েটিকে পিটিয়ে মারেন গ্রামবাসীরা।

    পশ্চিম বর্ধমানের উখড়া, অন্ডাল, ফরিদপুর, কাঁকসা, বুদবুদ ছাড়াও খনি এলাকার ছোট ছোট জঙ্গলে গত কয়েক বছরে নেকড়ের সংখ্যা বেড়েছে বলে বন দপ্তর সূত্রের খবর। শুক্রবার সকালে দেবশালা গ্রামে আচমকাই স্থানীয় বাসিন্দাদের উপর আচমকাই হামলা চালাতে শুরু করে একটি নেকড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। দিনের বেলাতেও দরজা বন্ধ করে বাড়িতে বসে থাকতে দেখা যায় অনেককেই। গ্রামবাসীদের দাবি, তাঁরা নির্দিষ্ট সময়ে খবর দিয়েছিলেন বন দপ্তরে। কিন্তু নেকড়ের হামলা বন্ধ হয়নি। প্রাণ বাঁচানোর জন্যই তাঁরা নেকড়েটিকে ঠেকাতে চেয়েছিলেন। কিন্তু নেকড়েটিকে বাঁচানো যায়নি। দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

    উল্লেখ্য, পুরুলিয়ার মধ্যেই স্থান বদলাচ্ছে বাঘিনি জ়িনাত। তা নিয়ে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। এরই মধ্যে বুদবুদে নতুন করে নেকড়ের হামলার ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেল।

  • Link to this news (এই সময়)