• টাকা ফেরত চাওয়ায় হাসপাতালে চড়াও হয়ে রোগীকে পুড়িয়ে মারার চেষ্টা, তুমুল শোরগোল রায়গঞ্জে
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • ব্যক্তিগত আক্রোশ মেটাতে হাসপাতালের ওয়ার্ডে চড়াও হয়ে এক রোগীর গায়ে আগুন ধরিয়ে খুনের চেষ্টার অভিযোগ! তীব্র চাঞ্চল্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার রাতের ঘটনা। আহত রোগীর নাম সুরজিৎ দাস (৩৭)।অভিযোগ, তাঁর পরিচিত প্রকাশ হালদার এবং রামপ্রসাদ দাস এই হামলা করে। ইতিমধ্যেই ওই দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে সুরজিতের সঙ্গে দেখা হয় প্রকাশ এবং রামপ্রসাদের। প্রকাশের থেকে বকেয়া টাকা ফেরত চান সুরজিৎ। ধার শোধ করা নিয়েই বচসা শুরু। অভিযোগ, রামপ্রসাদের মেয়ে রূপা দাস মেরে সুরজিতের মাথা ফাটিয়ে দেন। স্থানীয়রা সুরজিতকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়।

    অভিযোগ, হাসপাতালের ৬তলায় মেল সার্জিক্যাল ওয়ার্ড পর্যন্ত সুরজিতকে ধাওয়া করেন রামপ্রসাদ ও প্রকাশ। সুরজিতের গায়ে পেট্রল ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করেন তাঁরা।

    কোনওমতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন সুরজিৎ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগী এবং কর্তব্যরত নার্সরাও। খবর পেয়ে সেখানে দৌড়ে আসেন হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ড ও পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত রামপ্রসাদ দাস ও প্রকাশ হালদারকে রাতেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরিজতের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই হাপাতালের সহকারী সুপার সৌনককুমার ঘোষ জানান, রাতে খবর পেয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা সুরক্ষা এজেন্সি এবং কর্তব্যরত পুলিশ আধিকারিকদের জানানো হয়। কী ভাবে দু'জন পেট্রল নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ল তা নিয়ে সুরক্ষা এজেন্সির থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।

    এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহম্মজ সানা আখতার জানান, টাকার লেনদেন নিয়ে ঝামেলা হয়। ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)