• শর্তসাপেক্ষে চালানো যাবে ধর্নামঞ্চ, জানালো হাইকোর্ট
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: ধর্মতলায় ডাক্তারদের ধর্নামঞ্চ চালিয়ে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়েছে, ৩১ তারিখ পর্যন্ত ধর্নামঞ্চ চালিয়ে যেতে পারবেন প্রতিবাদীরা। আজ, শুক্রবার থেকে সর্বোচ্চ ১০০ জন নিয়ে ধর্না দেওয়া যাবে। ধর্না চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আগামী ২ জানুয়ারি এই নির্দেশ কার্যকরের রিপোর্ট পুলিশ কোর্টে জমা দেবে।

    এ দিন ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্মের মামলায় হাইকোর্টে বর্ষশেষের অবকাশকালীন বেঞ্চে দীর্ঘ শুনানি হলো। সেখানে মামলাকারীদের তরফে আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য আন্দোলনের সাংবিধানিক অধিকারের পক্ষে সওয়াল করেন। অন্য দিকে, রাজ্যের তরফে আইনজীবী তথা তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আবেদন খারিজের পক্ষে সওয়াল করেন। দাবি করেন জরিমানা ধার্যেরও।

    মামলাকারীদের তরফে সওয়ালে বলা হয়— ‘এই অবস্থান–বিক্ষোভ চালিয়ে যেতে চাই। পুলিশ অনুমতি দেয়নি, তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।’ হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবারই এই ধর্নার শেষ দিন ছিল। রাজ্যের তরফে বলা হয়, ‘যে ঘটনার প্রেক্ষিতে এই ধর্না–বিক্ষোভ চলছে, সেই ঘটনা অত্যন্ত দুঃখজনক। কিন্তু ডোরিনা ক্রসিংয়ে ট্র্যাফিকের চাপ অত্যন্ত বেশি। তাই সাধারণ মানুষের কথা ভেবে আমরা ওখানে অনুমতি দিতে চাইনি।’

    এর আগে সাত দিনের জন্যে অবস্থান করতে চাওয়া হয়েছিল বলেই আদালত ধর্নার অনুমতি দিয়েছিল বলেও দাবি করেন রাজ্যের কৌঁসুলি।

    এ দিন আন্দোলনকারী চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফে সিবিআই অফিসে যাওয়ারও কথা ছিল। সেই মতো বৃহস্পতিবার তাঁরা তিনটি দলে ভাগ হয়ে সিবিআইয়ের নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্স কার্যালয়ের পাশাপাশি নবান্নেও যান মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে। যদিও মুখ্যসচিবের সঙ্গে দেখা হয়নি। কিন্তু দু’টি সিবিআই অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করে তদন্তের বিস্তারিত খোঁজখবর নেয় যৌথ মঞ্চ। জমা করা হয় স্মারকলিপিও।

  • Link to this news (এই সময়)