এক মাসে ২টি খুনের ঘটনা নন্দীগ্রামে। এই নিয়ে ব্যাপক রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বদল করা হলো নন্দীগ্রাম থানার আইসি-কে। এতদিন এই দায়িত্বে ছিলেন অনুপম মণ্ডল। তাঁকে বদলি করা হয়েছে ডিআইবি-তে। জেলা পুলিশ অবশ্য জানিয়েছে, একবারেই রুটিন বদলি। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তুহিন বিশ্বাসকে। যদিও এই বদলি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে নিজের দোকানের ভিতর থেকে উদ্ধার হয়েছিল নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দা মহাদেব বিষয়ীর ক্ষতবিক্ষত দেহ। তিনি বৃন্দাবনচক দক্ষিণ ২৫৩ নম্বর বুথের তৃণমূল কর্মী ছিলেন। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে সরব হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছিল। তৃণমূলের দাবি ছিল, মহাদেবকে পিটিয়ে খুন করা হয়েছে। নেপথ্যে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি। এই ঘটনায় উত্তাল হয়েছিল নন্দীগ্রাম।
গত ৮ ডিসেম্বর নন্দীগ্রাম-১ ব্লকেই কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর জলপাই গ্রামে এক তৃণমূল কর্মীর ভাই বিষ্ণুপদ মণ্ডলকে খুন করার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সেই সময়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। মাত্র এক মাসেরও কম ব্যবধানে পরপর এই দুই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
নন্দীগ্রাম রাজনৈতিক ভাবে ‘স্পর্শকাতর’, মত ওয়াকিবহাল মহলের। সেই নন্দীগ্রামে এই দুই খুন সাধারণ মানুষের মনেও আতঙ্ক তৈরি করেছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নন্দীগ্রাম থানার আইসি বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই নিয়ে জেলা রাজনৈতিক মহলের অন্তরেও বিস্তর চর্চা শুরু হয়েছে।