• মালদায় আমবাগানে মহিলার অগ্নিদগ্ধ দেহ, খুনের পর পুড়িয়ে মারার চেষ্টা?
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • মালদায় আমবাগান থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার।শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল-২ ব্লক এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি কোনও মহিলার। ওই মহিলাকে হত্যা করে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি খুনের বলেই মনে করছে পুলিশ। তবে এখনই নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

    মালদার চাঁচল-২ ব্লক অফিসের ঠিক পিছনে একটি আমবাগানে এ দিন সকালে কিছু একটা আগুনে পুড়তে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখা যায়, খড়ের আঁটি দিয়ে একটি দেহকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে দেহটিকে সেখানে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে চাঁচল থানায় খবর দেওয়া হয়।

    ঘটনাস্থলে যান চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু। তিনি জানান, মৃতদেহটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেহটি প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। দেহটির পাশে কাপড় রাখা ছিল। মৃতদেহ দেখে প্রাথমিক অনুমান সেটি মহিলার, জানিয়েছে চাঁচল থানার আইসি।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কিছুদিন ধরে ব্লকের পেছনে ধান কেনাবেচা চলছিল। আমরা সকালবেলা ধান বিক্রি করতে এসেছিলাম। তখনই দেখতে পাই একটি দেহ আগুনে ঝলসে গিয়েছে। শুধুমাত্র পা দেখা যাচ্ছে।’ পুলিশ সূত্রে খবর, দেহটির পাশে পড়ে থাকা কাপড় ও জুতো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দেহটি কার সে ব্যাপারে প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘ঘটনাস্থলে ফরেনসিক টিম পাঠানো হচ্ছে। কিছু সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত এগোচ্ছে।’

  • Link to this news (এই সময়)