• কলকাতা থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাজেয়াপ্ত আধার,প্যান কার্ড
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের থেকে বাজেয়াপ্ত হয়েছে ভারতীয় আধার ও প্যান কার্ড। সমস্ত নথি খতিয়ে দেখছে পুলিশ। কোনও উদ্দেশ্যে ভারতে এসেছিল সে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতের নাম মহম্মদ আবিদুর রহমান। তাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, গত ২৬ ডিসেম্বর জাল নথি দেখিয়ে ভারতে প্রবেশ করেছিল সে। কী উদ্দেশ্যে তার কলকাতায় আসা? তাকে কি কেউ সাহায্য করেছিল? তা খতিয়ে দেখা হচ্ছে।

    উল্লেখ্য, নদিয়াতেও পুলিশের জালে শুক্রবার ধরা পড়েছে ৩ বাংলাদেশি নাগরিক। নদিয়ার ধানতলা গাংনাপুর এবং হাঁসখালি থানার যৌথ উদ্যোগে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ধৃত ৩ বাংলাদেশি ভারতের ৩ জন দালালের সাহায্যে এ পার বাংলায় এসেছিল। গ্রেপ্তার হয়েছে সেই ৩ জন দালালও। গত দু'মাসে প্রায় ২১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল রানাঘাট পুলিশ জেলা।

    প্রসঙ্গত, ক্যানিং থানা এলাকা থেকে কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছিল জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে। গোয়েন্দাদের সন্দেহ, লস্কর–ই–তইবা কাশ্মীরকে অশান্ত করার জন্য টাকা দিচ্ছে। জাভেদের কলকাতার থেকে কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থান করা চিন্তায় ফেলেছে গোয়েন্দাদের। উল্লেখ্য, এর কিছুদিন আগে রাজ্য পুলিশের সহযোগিতায় অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকা থেকে আব্বাস শেখ ও মনিরুল ইসলাম নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে জঙ্গি যোগের সম্ভাবনা দেখছেন গোয়েন্দারা। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে চাইছে প্রশাসন।

  • Link to this news (এই সময়)