• এক ওভারে পরপর তিনটি ছয়, রাগে ব্যাটসম্যানকে খুনের চেষ্টা
    আজকাল | ২৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতিপক্ষ দলের বোলারকে এক ওভারে তিনটি ছয় মারার জন্য এক যুবককে খুন করার চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার শাশপাড়া এলাকায়। আহত তাসিম শেখ (২০) কান্দি থানার নামুপাড়া এলাকার বাসিন্দা। পেশায় টোটো চালক। ওই ক্রিকেটার বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হাতে ধারাল অস্ত্রের কোপ মারা হয়েছে‌। 

    কান্দি থানার এক পদস্থ আধিকারিক জানান, এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর কান্দি থানার শাশপাড়া এলাকার ক্রিকেট মাঠে কামারপাড়া এবং নামুপাড়ার দুটি ক্রিকেট টিম মুখোমুখি হয়। সেই ম্যাচে তাসিম  শেখ প্রতিপক্ষ দলের এক বোলারকে একটি ওভারে তিনটি ছয় মারেন। 

    ছয় মারার পর দু' দলের ক্রিকেটারদের গালাগালি দেওয়াকে কেন্দ্র করে মৃদু গন্ডগোল এবং ধাক্কাধাক্কি হয়। তবে টুর্নামেন্টের উদ্যোক্তাদের হস্তক্ষেপে সেদিনের ঘটনা বড় আকার নেয়নি। শুক্রবার সকালে তাসিম শেখ নামে ওই ক্রিকেটার কয়েকজন যাত্রীকে শাশপাড়ার কাছে নামিয়ে নিজের ফাঁকা টোটো নিয়ে ফিরে আসছিলেন। অভিযোগ, সেই সময়  কয়েকজন তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে এরপর তাসিম টোটো ছেড়ে  পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   আহত তাসিম বলেন, 'ম্যাচে আমি পরপর তিনটে ছয় মেরেছিলাম বলে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের আমার উপর রাগ হয়েছিল। ম্যাচের দিনই তারা আমাকে গালাগালি করে এবং হুমকি দেয়।' তিনি বলেন, 'আজ সকালে আমি কয়েকজন যাত্রীকে নামিয়ে টোটো নিয়ে ফিরে আসছিলাম। সেই সময়ে কয়েকজন আমাকে একটি মোটরসাইকেল নিয়ে তাড়া করে। এরপর একটি জায়গায় টোটোটি থামিয়ে আমার উপর ভোজালি নিয়ে হামলা করা হয়। ওই যুবকরা  ভোজালিটি আমার বুকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কোনও রকমে আমি নিজেকে বাঁচাই। এরপর একজন একটি বন্দুক বার করে আমাকে তাড়া করে। আমি দৌড়ে একটি বাড়িতে ঢুকে নিজের প্রাণ বাঁচাই এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি।'
  • Link to this news (আজকাল)