• ১০০-এর বেশি স্টল, থিকথিকে ভিড়! নিউটাউনে বইমেলায় শীতের হাওয়া মেখে বই যাপন
    আজকাল | ২৭ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে শীতকালের অন্যতম আকর্ষণ বইমেলা। কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হওয়ার আগে-পরে রাজ্যের বিভিন্ন অংশে বইমেলা আয়োজিত হয়। জেলায়, মহকুমায় এই বইমেলা নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে। তেমনই উন্মাদনা রয়েছে নিউটাউন বইমেলাকে কেন্দ্র করে। নিউটাউন বাসস্টপের কাছে, শপিংমলের সামনের মাঠে এ বারের বইমেলা আয়োজিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া বইমেলা এ বার ১১ বছরে পদার্পণ করেছে। 

    ১৯২৩-২৪ সালে শিলংয়ে বসে রক্তকরবী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিউটাউন বইমেলায় এবারের থিম করা হয়েছে ওই নাটকটিকে। তা নিয়ে আয়োজিত হয়েছে ছবির প্রদর্শনীও। মেলা উদ্যোগতাদের পক্ষ থেকে বিমান সাহা জানিয়েছেন, ২০১৩ সাল থেকে এই বইমেলার যাত্রা শুরু হয়। তারপর থেকে একই নিয়মে বইমেলা চলছে।

    এ বারের বইমেলায় রয়েছে ১০০টি-এর বেশি স্টল। আনন্দ, অক্সফোর্ড, পত্রভারতী, আজকাল-সহ বিভিন্ন বিখ্যাত প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। এ ছাড়াও ছোটপত্রিকা বা লিটল ম্যাগাজিনের জন্যও রয়েছে আলাদা প্যাভিলিয়ন। মেলায় রয়েছে প্রয়াত কমল চক্রবর্তীর নামে একটি মুক্তমঞ্চ। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মতো একাধিক বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে মেলায়। নিউটাউনের মতো ক্রমবর্ধমান ও সাজানো শহরের ইতিহাস ও বেড়ে ওঠা নিয়েও একটি প্রদর্শনী রয়েছে এই মেলায়। এ ছাড়াও রয়েছে বিখ্যাত শিল্পীদের আঁকা ছবিও। মেলায় রয়েছে কবিতা উৎসবের মতো আয়োজন। জাতীয় কবিতা উৎসবে শুক্রবার থেকে থাকবেন শতাধিক কবি-সাহিত্যিক।

    বইমেলার আয়োজনের সম্পাদক সঞ্জয় জানা জানিয়েছেন, 'প্রথম দু’ দিনে ভালই সাড়া মিলেছে। প্রথম দিনে তো অনেকটা ভিড় ছিল। বৃহস্পতিবারও ভালই ভিড়় হয়েছে, বই বিক্রিও ভালই হচ্ছে। শুক্রবার শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব। শুক্রবার সেখানে উপস্থিত থাকবেন উদ্বোধক মৃদুল দাশগুপ্ত, শিবাশিস মুখোপাধ্যায়, বিভাস রায়চৌধুরীর মতো কবিরা। আসলে এই মেলাটিকে নিউটাউনের বাসিন্দারা নিজের মেলা মনে করেন। প্রতিটি ব্লক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা অংশ নেন। এ বছরেও আবৃত্তি প্রতিযোগিতা ও গানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নিউটাউনের বাসিন্দারা। প্রথম বছর পাঁচ-সাত লাখ টাকার বই বিক্রি হয়েছিল, গত বছর সেটা পৌঁছে গিয়েছিল ৪৫ লক্ষে। এ বছর তার দ্বিগুণ বিক্রি হবে বলে আশা করছি।'
  • Link to this news (আজকাল)