• নতুন বছরেই পূর্ব রেলে নতুন টাইম টেবিল, নতুন লোকাল-গতি বাড়ছে মেল ও এক্সপ্রেসের
    আজ তক | ২৭ ডিসেম্বর ২০২৪
  • নতুন বছর থেকেই পূর্ব রেলে চালু হতে চলেছে নতুন টাইম টেবিল। সেই টাইম টেবিল অনুযায়ী এবার থেকে পূর্ব রেলের সমস্ত ডিভিশনে লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলবে। বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ নতুন টাইম টেবিলে বাড়ানো হয়েছে। এছাড়াও অনেক দূরপাল্লার ট্রেনের সময়েও পরিবর্তন এসেছে। পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  নতুন টাইম টেবিলের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একটি নতুন কৃষ্ণনগর-রানাঘাট লোকাল চালু হতে চলেছে। এছাডা়ও দুটি হাওড়া-সিঙ্গুর লোকালের যাত্রাপথ বাড়ানো হয়েছে। যার মধ্যে একটি তারকেশ্বর পর্যন্ত এবং অন্যটি হরিপাল পর্যন্ত চলবে এবার থেকে।

    পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৪২টি গুরুত্বপূর্ণ মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। যার কারণে এই ট্রেনগুলিতে যাত্রার সময় কমবে। তাতে উপকৃত হবেন দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। এছাড়াও ৬৩টি মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রার সময় ৫ মিনিট থেকে ৫৫ মিনিট পর্যন্ত কমাতে গতি বাড়ানো হবে। ৮টি প্যাসেঞ্জার ট্রেনের গতি বাড়ানো হবে (ইএমইউ/মেমু/ডেমু সহ)। যাতে তাদের যাত্রার সময় ৬ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত কমবে।

    কোন কোন মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে বদল

    কয়েকটি ট্রেনের নম্বরেও বদল হতে চলেছে বলে জানিয়েছে পূর্ব রেল। তারা জানিয়েছে, ৮৬টি প্যাসেঞ্জার ট্রেন, ৪৪টি DEMU প্যাসেঞ্জার ও ১৪৬টি MEMU প্যাসেঞ্জার ট্রেন নতুন নম্বরে চলবে।
  • Link to this news (আজ তক)