প্রায় এক মাসের জন্য ৩০ জোড়া ট্রেন বাতিলের ঘোষণা করেছে হাওড়া ডিভিশন। এবার সেই পথে হাঁটল শিয়ালদহ ডিভিশনও। তবে একমাসের জন্য নয়, আগামী শনি এবং রবিবার, এই দু’দিন প্রচুর ট্রেন বাতিল রয়েছে শিয়ালদহে। ট্র্যাকে কাজের জন্য একসঙ্গে এত ট্রেন বাতিল করা হয়েছে। হাবরা, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি সেকশনের পাশাপাশি শিয়ালদহ-কৃষ্ণনগর শাখাতেও ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা ধরে লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে, শনিবার রাত এবং রবিবার সকালের দিকে আপ এবং ডাউন উভয় দিকেই কিছু ট্রেন বাতিল রাখা হবে। শনিবার এবং রবিবার মিলিয়ে বাতিল থাকবে ৪৭টি লোকাল ট্রেন। স্বাভাবিকভাবেই উৎসবের মরসুমে ছুটির দিনে মানুষকে বেশ ঝক্কি পোহাতে হবে বলেই মনে করা হচ্ছে।