নদিয়া জেলার শান্তিপুরে এক নাবালিকাকে বেধড়ক মারধর ও পুকুরের জলে চুবিয়ে রাখার অভিযোগ। শুক্রবার ঘটনায় অভিযুক্ত নাবালিকার প্রতিবেশী সুভাষ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকা সামান্য একটি ডিম চুরি করার কারণেই অভিযুক্ত তাকে মারধর করেছে। পরে তাকে পুকুরের জলে কিছুক্ষণ চুবিয়ে রাখে বলে দাবি পরিবারের। তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, দশ বছরের ওই নাবালিকার বাড়ি নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত ঢাকা পাড়া ১ নম্বর রামগোপাল এলাকায়। বৃহস্পতিবার আনুমানিক দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে যায়। নাবালিকার বাবা কর্মসূত্রে থাকেন বাড়ির বাইরে। ঠাকুমার কাছেই ওই নাবালিকা এবং তার বোন থাকে।
নাবালিকার ঠাকুমার অভিযোগ, ওই পুকুরে তাঁর নাতনি রোজই স্নান করতে যায়। পুকুর থেকে দু-একটা হাঁসের ডিম স্নান করার সময়ে নিয়ে আসে। বৃহস্পতিবারও তাই করেছিল। ধৃত সুভাষের দাবি, ওই নাবালিকা তাঁর বাড়ি থেকে মাঝেমধ্যেই ডিম চুরি করত। এই অভিযোগ তুলে নাবালিকাক বেধড়ক মারধর করেন তিনি।
নিজের নাতনিকে জলে চুবিয়ে রাখার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান নাবালিকার ঠাকুমা। নাবালিকাকে উদ্ধার করে আনা হয়। বাড়িতে আনার পরেও অভিযুক্তের স্ত্রী বাড়িতে এসে ওই নাবালিকাকে মারধর করেন বলে অভিযোগ। নাবালিকার মুখের কিছু জায়গায় এবং ঘাড়ে চোট লাগে। শান্তিপুর হাসপাতালে নাবালিকার প্রাথমিক চিকিৎসা হয়। অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার। ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।