• রাশি রাশি টাকা কে আনল? আদালতে উপার্জনের হিসাব দিয়ে প্রশ্ন অর্পিতার
    এই সময় | ২৭ ডিসেম্বর ২০২৪
  • বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়-সহ মোট ৫৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন প্রক্রিয়া শুরু হয়েছে। মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অভিযুক্তেরা। শুক্রবার সেই মামলার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘অভিযুক্তের নামে কিছু নগদ আমার বাড়ি থেকে পাওয়া গিয়েছে। সেটা কে আনল? আমার প্রশ্ন। তদন্তে দেখানো হয়নি ওই নগদ কোথা থেকে এল?’

    ২০২২ সালের ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় রাশি রাশি টাকা। শুনানিতে বৃহস্পতিবারই ইডি দাবি করেছিল, অর্পিতার ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে, তার মালিক পার্থ চট্টোপাধ্যায়। 

    শুক্রবার শুনানিতে অর্পিতার আইনজীবী দাবি করেন, ‘আমি এফআইআর-এ অভিযুক্ত নই। আমার বিরুদ্ধে সিবিআই এখনও ফাইনাল কিছু বলেনি।…আমার বিরুদ্ধে আড়াই বছর ধরে হওয়া তদন্তে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি তদন্তকারী সংস্থা।’

    নিজের উপার্জনের বিষয়টিও আদালতে উল্লেখ করেন অর্পিতা। তিনি দাবি করেন, ‘আমার যে আয়ের কোনও উৎস নেই বলা হচ্ছে, তা সত্য নয়।আমি একজন অভিনেত্রী। ইচ্ছে এন্টারটেইনমেন্টের ডিরেক্টর আমি। ওই কোম্পানি বিভিন্ন ইভেন্ট করেছে। আমার উপার্জনের নথি আমি জমা দিয়েছি।’

    উল্লেখ্য, অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে মোট ২১ কোটি টাকা উদ্ধার হয়েছিল। এরপর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। আদালতে ইডি জানিয়েছে, ইমপ্রোলাইন কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড এবং এইচআরআই ওয়েল্‌থ ক্রিয়েশন রিয়েলটর্‌স প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি খুলে কালো টাকা সাদা করতেন পার্থ চট্টোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)