• কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
    আজকাল | ২৮ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মালদার পর্যটনে যোগ হল 'সুলতানি হামাম'। আদিনা ডিয়ার পার্কের প্রবেশপথের পাশে যে 'পিকনিক স্পট', তার পাশেই ঝোপ জঙ্গলে ঢাকা এই হামাম বা স্নানাগার ছিল সুলতানের বিবির জন্য। ছিল এখানে পৌঁছনোর জন্য একফালি রাস্তাও। কিন্তু তা ছিল পর্যটকদের অজানা। তারা পাশ দিয়ে ঘুরে বেড়ালেও এতদিন তাঁরা জানতে পারেননি সুলতানি আমলের এই স্মৃতি ঢাকা আছে জঙ্গলের আড়ালে। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন এবার জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে। জোরকদমে এগিয়ে চলছে যার কাজ। জায়গাটা পরিষ্কার করে সৌধটি মেরামতের জন্য চারপাশে লাগানো হচ্ছে লোহার খাঁচা। সেইসঙ্গে দু'ফুটের চওড়া রাস্তা মেরামত করে করা হয়েছে ২০ ফুট চওড়া। ইতিহাস বিজড়িত মালদার সাবেক ঐতিহ্য তুলে ধরতে যা বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন মালদাবাসী। 

     

    রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী ও মালদার ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, 'মালদা হল এমন একটি জেলা যেখানে হিন্দু-মুসলমান সকল সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য রয়েছে। নিঃসন্দেহে সুলতানি আমলের এই স্নানাগার সেই ঐতিহ্যে একটি নতুন পালক যোগ করবে।' জেলাশাসক নীতিন সিংঘানিয়া বলেন, 'মালদা জেলার পর্যটন কেন্দ্রগুলি আরও আকর্ষণীয় করে তোলার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যটকদের জন্য নতুন বছরের উপহার 'সুলতানি আমলের হামাম'। ঝোপ জঙ্গলে ঢাকা পড়ে থাকা এই ঐতিহাসিক সৌধের সংস্কারের কাজ শুরু হয়েছে। যেহেতু খুব সাবধানে করতে হবে সেজন্য সংস্কারের কাজে কিছুটা সময় লাগবে। তবে নতুন বছরে এটা আমরা পর্যটকদের জন্য খুলে দেব।'
  • Link to this news (আজকাল)