• প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ
    আজকাল | ২৮ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে একাধিক রদবদল আনতে চলেছে পর্ষদ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা ব্যবস্থায় এবার থেকে আসছে সেমিস্টার পদ্ধতি। ছোট থেকেই যাতে পড়াশোনার প্রতি বাচ্চাদের উৎসাহ বাড়ে সে কারণেই এই উদ্যোগ নেওয়া এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি। চালু করা হবে ক্রেডিট পয়েন্ট সিস্টেমও। গৌতম পাল জানিয়েছেন, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার নিয়ম চালু হচ্ছে।

     

    জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রথম সেমিস্টার হবে। জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে দ্বিতীয় সেমিস্টার’। রয়েছে আরও বেশ কিছু সুযোগ-সুবিধা। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনও পড়ুয়াকে পরীক্ষা দিতে হবে না। এই নয়া সিস্টেমকে বলা হচ্ছে ‘পেন অ্যান্ড পেপার লেস’। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ুয়ার মূল্যায়ন হবে সারাবছর সে ক্লাসে কী কী করছে তার ওপর নির্ভর করে। পরীক্ষা ব্যবস্থা চালু হচ্ছে চতুর্থ শ্রেণী থেকে। পঞ্চম শ্রেণীতেও সেমিস্টার ব্যবস্থা মেনেই পরীক্ষা দেবে পড়ুয়ারা।

     

    তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নির্ধারিত কিছুটা সময় কাটাতে বলা হচ্ছে পড়ুয়াদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এদিন জানানো হয়, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে ৮০০ ঘণ্টা কাটাতে হবে পড়ুয়াদের। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে কাটাতে হবে ১০০০ ঘণ্টা। তৃতীয় এবং পঞ্চম শ্রেণিতে লিখিত পরীক্ষা হবে ৬০ ঘণ্টার। প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদই। গোটা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তবে খাতা দেখবেন স্কুলের শিক্ষকরাই।
  • Link to this news (আজকাল)