সপ্তাহান্তে শিয়ালদহ উত্তর শাখায় বাতিল একাধিক লোকাল
প্রতিদিন | ২৮ ডিসেম্বর ২০২৪
সুব্রত বিশ্বাস: দমদম স্টেশনে ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জের। সপ্তাহান্তে শিয়ালদহ উত্তর শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে। তার ফলে ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা।
অন্যদিকে, ০৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জারের সময় পরিবর্তন হয়েছে। শনিবার রাত ১০টা ১৫ মিনিটের বদলে ১০টা ৪৫ মিনিটে ছাড়বে। বর্ষশেষে এখন অনেকে বেড়াতে যাচ্ছেন। তাই এই সময়ে ট্রেন বাতিল হলে স্বাভাবিকভাবেই ভোগান্তি হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।