• রেললাইনের ধারে বোমা নিয়ে ঘোরাঘুরি, ধৃত ২
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, জঙ্গিপুর: সূতির নিমতিতা স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে বোমা রাখার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল সাগর বিশ্বাস ও মদন কুণ্ডু। উভয়েরই বাড়ি সূতি থানার দফাহাট এলাকায়। তারা ঠিক কী উদ্দেশ্যে রেললাইনে বোমা নিয়ে ঘোরাঘুরি করছিল তা তদন্ত করে দেখছে পুলিস। এলাকায় অশান্তি সৃষ্টি নাকি রেলে নাশকতার উদ্দেশে তারা বোমা নিয়ে ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখছে পুলিস। শুক্রবার সকালে ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী। সূতি থানার পুলিস জানিয়েছে, ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। তাদের হেফাজতে চাওয়া হয়নি। বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে নিমতিতা রেল স্টেশন থেকে প্রায় পাঁচশো মিটার দূরত্বে রেললাইনের ধারে দুই যুবক ঘোরাঘুরি করছিল। উভয়েরই পরণে ছিল শর্ট প্যন্ট। এক যুবকের গায়ে নীল গেঞ্জি ও অপর যুবকের খালি গায়ে ছিল। নীল গেঞ্জি পরিহিত যুবকের হাতে বোমার মতো একটি বস্তু ছিল। বেশ কিছুক্ষণ তাদের রেললাইনের ধারে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। গ্রামবাসী ওই দুই যুবককে ঘিরে ফেলে। গ্রামবাসীদের দেখে বোমাটি রেললাইনের পাশেই রেখে দেয়। দুই যুবককে সেখানেই আটকে রেখে পুলিসে খবর দেয় এলাকাবাসী। রেল ও সূতি থানার পুলিস ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে সেটিকে নিষ্ক্রিয় করে। দুই  যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তার করে। এই ঘটনায় রেল চলাচল ঘণ্টাখানেক বন্ধ থাকে। এবিষয়ে জানতে নিমতিতা স্টেশনের ম্যানেজারকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 
  • Link to this news (বর্তমান)