• থানায় ঢুকে পুলিসকে মার, গ্রেপ্তার যুবক
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রঘুনাথপুর: আদ্রা থানায় ঢুকে পুলিসকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পুলিসের কাজে বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবকের বাড়ি কাশীপুর থানা এলাকায়। আদ্রা থানার পুলিসের অভিযোগ, এদিন কোনও কারণ ছাড়াই ওই যুবক থানায় ঢুকে পড়ে। তারপর পুলিসকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কয়েকজন পুলিসকর্মী বাধা দিতে গেলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে শুরু করে। পরে থানার আইসি যুবককে বাধা দিতে গেলে সে তাঁর গায়েও হাত তোলে বলে অভিযোগ। পুলিস ওই যুবককে গ্রেপ্তার করেছে। জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই যুবক মদ খেয়ে থানায় ঢুকে পুলিসের গায়ে হাত তুলেছে বলে অভিযোগ হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)