• গৌরাঙ্গ সেতুতে ভারী গাড়ি চলাচলে নজরদারি
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নবদ্বীপ: রাজ্যের পূর্তদপ্তর নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দিয়েছে। মালবাহী গাড়ির অতিরিক্ত ওজনে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু যাতে নতুন করে আর ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য পদক্ষেপ করেছে। সোমবার সকাল থেকেই দিনরাত গৌরাঙ্গ সেতুর ওপর চলাচলকারী অতিরিক্ত মাল বোঝাই গাড়ির উপর নজরদারি শুরু করেছে পূর্ত দপ্তর। একটি বেসরকারি সংস্থাকে এ কাজের দায়িত্বটি দেওয়া হয়েছে। গৌরাঙ্গ সেতুর উপর ক্যাম্প করে ওই সংস্থা নজরদারি চালাচ্ছে। 


    জানা গিয়েছে, নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর কাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। এই মুহূর্তে কাজ বন্ধ থাকলেও সেতুর স্বাস্থ্য ফেরানোর কাজ এখনও বাকি। গৌরাঙ্গ সেতু দুর্বল থাকার কারণে পূর্তদপ্তর থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আগেই। বলা হয়েছিল, কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সেতুর উপর দিয়ে ১৯ টনের বেশি ভারী গাড়ি যাতায়াত করতে পারবে না। নবদ্বীপের দিক থেকে সেতুতে ওঠার মুখে এবং সেতুর শেষে অর্থাৎ কৃষ্ণনগরের দিকে তাঁবু খাটিয়ে নজরদারির কাজ চালাচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীরা। সন্দেহজনক গাড়িগুলির কাগজপত্র দেখবেন সংস্থার কর্মীরা। ১৯ টনের অতিরিক্ত ওজনের গাড়ি পেলে তার ছবি সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠিয়ে দেবে। 


    পূর্তদপ্তরের নদীয়া হাইওয়ে ডিভিশন-১ এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বুলবুল ইসলাম বলেন, সেতুর ব্যবহার পর্যবেক্ষণের জন্য এই লোক রাখা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)