ছাগল চরাতে গিয়ে নিখোঁজ বৃদ্ধকে রেল লাইন থেকে সরিয়ে রক্ষা
বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, বিষ্ণুপুর: ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হওয়া এক বৃদ্ধ আনমনা হয়ে ট্রেন লাইন ধরে ফিরছিলেন। সেই সময় লাইনে আসছিল ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন। দূর থেকে ট্রেনের হর্ন শুনে দৌড়ে গিয়ে লাইন থেকে তাঁকে সরিয়ে প্রাণে বাঁচালেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে বিষ্ণুপুরের কুলুপুকুর গ্রামের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৭৭-র বৃদ্ধ বরেণ সাউ বৃহস্পতিবার সকালে জঙ্গলে ছাগল চরাতে যান। দুপুরে ছাগলগুলি ফিরে এলেও বরেণবাবু ফেরেননি। এরপরেই জঙ্গলে খোঁজা শুরু হয়। গ্রামবাসীদের সঙ্গে পুলিস ও বনকর্মীরা রাতভর জঙ্গলে তল্লাশি চালান। কিন্তু, সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে পুলিসের আরও একটি দল এসে পুনরায় তল্লাশিতে নামে। সকাল ১০টা নাগাদ গ্রাম লাগোয়া রেললাইনে হঠাৎ ট্রেনের জোরালো হর্ন শুনে ছুটে যান বাসিন্দারা। তাঁরা কোনওরকমে লাইন থেকে সরিয়ে বরেণবাবুকে ট্রেনে কাটা পড়ার হাত থেকে বাঁচিয়ে দেন। তাঁকে প্রাথমিক শুশ্রুষা করা হয়। জিজ্ঞাসাবাদ করায় তিনি জানিয়েছেন, পথ ভুলে গভীর জঙ্গলে চলে গিয়েছিলেন। অন্ধকারে ঠাহর করতে না পারায় সারারাত পথ খুঁজে বেড়িয়েছেন। ঘুরতে ঘুরতে এদিন তিনি ট্রেনের লাইনে চলে আসেন।
পুলিস জানিয়েছে, কুলুপুকুরের এক বৃদ্ধ ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। সারারাত ধরে খোঁজা হয়। অবশেষে শুক্রবার সকালে তাঁকে পাওয়া গিয়েছে। তিনি সুস্থ রয়েছেন। তিনি পথ ভুলে গভীর জঙ্গলে চলে গিয়েছিলেন। বরেণবাবুর ছেলে কৃষ্ণপদ সাউ বলেন, আমাদের কয়েকটি ছাগল রয়েছে। স্থানীয় জঙ্গলে বাবা ছাগলগুলি চরাতে যান। বৃহস্পতিবার দুপুরে ছাগলগুলি এলেও বাবা ফিরে না আসায় চিন্তায় পড়ে যাই। বাবা ফিরে আসায় স্বস্তি পেয়েছি।