• বিষ্ণুপুর-গোপীনাথপুর লাইনে ট্রেনের ট্রায়াল, খুশি বাসিন্দারা
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বহরমপুর: কোতুলপুরের গোপীনাথপুরে প্রথম আসা ট্রেন দেখতে শুক্রবার হাজার হাজার মানুষের ভিড় জমালেন। এদিন দুপুর আড়াইটা নাগাদ বড় গোপীনাথপুর স্টেশনে ১৩ কামরা বিশিষ্ট প্রথম একটি ট্রেন হর্ন বাজিয়ে ঢুকতেই বাসিন্দারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। শিশু, মহিলা থেকে বৃদ্ধ উপস্থিত সকলেই ট্রেনে উঠে সিটে বসে অনাবিল আনন্দ উপভোগ করেন। সেই সঙ্গে সাধারণ মানুষের স্বার্থে আলোচনার মাধ্যমে যাতে দ্রুত ভাবাদিঘি সমস্যার সমাধান হয়, সেই ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিষ্ণুপুর থেকে গোপীনাথপুর লাইনে ট্রেনের ট্রায়াল হয়। সেইমতো বড় গোপীনাথপুর স্টেশনে ছিল সাজসাজ রব। রেলের আধিকারিকরা আগে আসেন। তার কিছুক্ষণ পরেই একটি ট্রেন হর্ন বাজিয়ে ঢোকে। সেখানে আদিবাসী নৃতের মাধ্যমে চালক সহ আধিকারিকদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। 


    বিষ্ণুপুরের স্টেশন ম্যানেজার দীপককুমার পাল বলেন, বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত একটি ট্রেন প্রতিদিন চলাচল করে। কিছুদিনের মধ্যে সেটি বড়ো গোপীনাথপুর স্টেশন পর্যন্ত চলবে। যদিও তার নির্দেশ এখনও আসেনি। এদিন দুপুরে একটি ট্রেন ট্রায়াল রান করেছে। 


    বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলের সম্প্রসারণের কাজ থমকে ছিল। আমি লোকসভায় এবং রেলমন্ত্রীর কাছে এনিয়ে বারবার তদ্বির করেছি। অবশেষে বড় গোপীনাথপুর পর্যন্ত সম্প্রসারণ হয়েছে। কয়েকমাস পরে জয়রামবাটি পর্যন্ত সম্প্রসারণের কাজ হয়ে যাবে। বর্তমানে ওই লাইনে সারাদিনে একটি মাত্র ট্রেন চলাচল করে। আগামী দিনে ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব ইতিমধ্যে রেলমন্ত্রকে দিয়েছি। 


    তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেল প্রকল্পের রূপকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিজেপি সরকার গত ১২বছরে ময়নাপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত মাত্র সাড়ে সাত কিলোমিটার রেলপথের সম্প্রসারণ করেছে। এতে বিজেপি অথবা বিষ্ণুপুরের সাংসদের কোনও ভূমিকা নেই।


    স্থানীয় যুবক সুপ্রিয় সেনগুপ্ত বলেন, আমাদের এলাকার উপর দিয়ে ট্রেন চলবে। এটা ছোটবেলা থেকে শুনে আসছি। বছরের পর বছর অপেক্ষা করেছি। এদিন আমাদের এলাকার স্টেশনে প্রথম ট্রেন আসায় ভীষণ খুশি। তবে আমাদের আবেদন সাধারণ মানুষের স্বার্থে ভাবাদিঘির সমস্যা আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব মিটিয়ে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা হোক।
  • Link to this news (বর্তমান)