• ক্রিকেট খেলা নিয়ে মারপিট, যুবককে ধারালো অস্ত্রের কোপ
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কান্দি: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝামেলার জেরে এক যুবককে কোপানোর অভিযোগ উঠল। শুক্রবার সকালের ওই ঘটনা কান্দি থানার সহিসপাড়া গ্রামের। আক্রান্ত যুবকের নাম তাহসিন শেখ। তাহসিনের বাড়ি কান্দি থানার সহিসপাড়া গ্রামে। জখম অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কান্দি থানার পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এদিন বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


    আক্রান্ত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বুধবার বিকেলে সহিসপাড়া গ্রামে স্থানীয় দুই দলের মধ্যে ১২ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা হয়। খেলা হয়েছিল কামারপাড়া একাদশ বনাম সহিসপাড়া একাদশের মধ্যে। সেই খেলায় সহিসপাড়া জয়ী হয়। কিন্তু খেলার মধ্যে কয়েকবার ঝামেলা হয়। আক্রান্ত যুবক বলেন, খেলার দিন আমি এক ওভারে তিনটি ছয় মেরেছিলাম। তা নিয়ে দুই দলের মধ্যে ঝামেলা হয়েছিল। দুই দলের খেলোয়াড়রা গালমন্দ করেছিল। যদিও ওইদিনই ঝামেলা মিটমাট হয়ে গিয়েছিল। কিন্তু এদিন আমি টোটো নিয়ে কান্দি আসার পথে হঠাৎ করে আমার উপর হামলা চালায় বিপক্ষ দলের খেলোয়াড়রা। আমার বাম হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। বেধড়ক পেটায় পাঁচজন মিলে।


    আক্রান্ত যুবকের কাকা আলিজান শেখ বলেন, আমার ভাইপো টোটো চালায়। এদিন সকালে সে টোটো নিয়ে কান্দি আসার সময়ে বিপক্ষ দলের খেলোয়াড়রা ভাইপোকে টোটো থেকে নামিয়ে বেধড়ক পেটায়। ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ভাইপো প্রাণভয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিসকে খবর দেওয়া হয়।


    এক প্রত্যক্ষদর্শী বলেন, এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ আক্রান্ত যুবকের সঙ্গে পাঁচজনের তুমুল বচসা হচ্ছিল। এরপর শুরু হয় হাতাহাতি। পাঁচজন যুবকের সঙ্গে পেরে উঠতে পারেনি আক্রান্ত যুবক। কয়েকজন মহিলা ওই যুবককে আশ্রয় দেন একটি বাড়িতে।
  • Link to this news (বর্তমান)