• কৃষিনালা ভরাট করে নির্মাণ হাতিঘিষায়
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নকশালবাড়ি: কৃষিনালা ভরাট করে চলছে কংক্রিটের নির্মাণ। নকশালবাড়ি ব্লকের হাতিঘিষায় এশিয়ান হাইওয়ে-২’র পাশে নির্মাণ কাজ চলায় বিতর্ক দানা বেঁধেছে। প্রসঙ্গত, বছর তিনেক আগে এমজিএনআরইজিএ’র উদ্যোগে এলাকার কৃষিজমিতে সেচের জল নিয়ে যেতে কৃষিনালাটির কাজ করা হয়েছিল। এলাকার এশিয়ান হাইওয়ের পাশে প্রায় ১০০ মিটার জায়গাজুড়ে চলছে এখন নির্মাণের কাজ। সেই নির্মাণস্থল ও এশিয়ান হাইওয়ের মাঝে রয়েছে কৃষিনালাটি। 


    স্থানীয়দের অভিযোগ, কৃষিনালাটি ভরাট করে সেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে। এমনকী সরকারি কাজের ফলকও কিছুটা ভেঙে দেওয়া হয়েছে। কংক্রিটের সিঁড়ি তৈরির কাজ চলছে এখন। গাড়ি পার্কিংয়ের জন্যও পুরো নালাটি পর্যায়ক্রমে ভরাট করার কাজ চলছে। যেখানে নির্মাণ কাজ চলছে তার ঢিল ছোড়া দূরত্বে রয়েছে হাতিঘিষা গ্রাম পঞ্চায়েত অফিস ও তৃণমূল কংগ্রেস কার্যালয়। প্রকাশ্যে এসব চললেও চুপ প্রশাসন থেকে শাসক দলের নেতা-কর্মী সকলেই। 


    অভিযোগ, হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিজয়নগর মোড় সংলগ্ন এলাকায় সেচনালা দখল করে একাধিক দোকানঘর নির্মাণের কাজ চলছে। এই কৃষিনালা দিয়ে হাতিঘিষার একাধিক গ্রামে বর্ষাকালে জল চাষের জমিতে পৌঁছয়। কিন্তু এশিয়ান হাইওয়ের পাশে অবস্থিত এই নালার উপর জমি মাফিয়াদের টার্গেট দীর্ঘদিন ধরে। 


    এলাকার বাসিন্দা তথা নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরফ আনসারি বলেন, কংক্রিটের কোনও নির্মাণ কাজ হলে তা অনুমতি নিয়ে করতে হয়। তবে অনুমতি নেওয়া হয়েছে কি না আমার জানা নেই। যদি কৃষিনালার উপর কাজ হয়, তাহলে ব্লক প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব। 


    নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ বলেন, এখনও কেউ অভিযোগ জানাননি। অভিযোগ যখন উঠেছে এলাকায় যাব আমি। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, অবৈধ নির্মাণ কাজ কেউ করে থাকলে বরদাস্ত করা হবে না। এমনটা হয়ে থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব। বিডিও ও পঞ্চায়েত সমিতিকে পুরো বিষয়টি তদন্ত করে দেখতে বলব।
  • Link to this news (বর্তমান)