• সাড়ে ১১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চাল কেনার প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল খালপাড়া ফাঁড়ির পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পঙ্কজ মাহাত। তাঁর বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। শিলিগুড়ির খালপাড়ার এক ব্যবসায়ী উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা পঙ্কজের সঙ্গে যোগাযোগ করেন। এরপর কথা অনুযায়ী ১১ লক্ষ টাকা সহ চাল আনার জন্য লরি পাঠান পঙ্কজের গোডাউনে। অভিযোগ, এরপর পঙ্কজ আরও ৭০ হাজার টাকা দাবি করে। দাবি মতো সেই টাকাও দেন শিলিগুড়ির ব্যবসায়ী। এরপরও চাল না দিয়ে গড়িমসি করছিল পঙ্কজ। ১৮ ডিসেম্বর খালপাড়া ফাঁড়িতে অভিযোগ জানান ওই ব্যবসায়ী।
  • Link to this news (বর্তমান)