• শিলিগুড়িতে রাস্তা দখল করে প্রাচীর ইস্যুতে রেল-পুরসভার যৌথ সমীক্ষা
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাস্তা আটকে সীমানা প্রাচীর দেওয়ার অভিযোগ নিয়ে রেলের সঙ্গে যৌথভাবে এলাকা পরিদর্শন করল শিলিগুড়ি পুরসভা। শুক্রবার ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনিতে যায় যৌথ টিম। তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। টিমে পুরসভার তরফে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, রেলের এডিআরএম অজয় সিং সহ আধিকারিকরা হাজির ছিলেন। পরে মেয়র বলেন, কাশ্মীর কলোনিতে রাস্তা দখল করে রেল সীমানা প্রাচীর দিচ্ছে বলে টক টু মেয়রে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন। সেই মতো এদিনে রেলের সঙ্গে এলাকাটি যৌথভাবে পরিদর্শন করা হয়েছে। শীঘ্রই সেই সমস্যা মিটবে বলে আশা করছি। 
  • Link to this news (বর্তমান)