• নিখোঁজ সেই এমআরের হদিশ মেলেনি
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ৭২ ঘণ্টা কেটে গেলেও মালদহ থেকে নিখোঁজ শিলিগুড়ির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ জয় অধিকারীর খোঁজ পাওয়া যায়নি। তাঁর পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গিয়েছে, পুলিস তদন্তে নেমে জানতে পেরেছে ওই যুবকের ফোনের একটি লোকেশন পাওয়া গিয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানার রঘুনাথগঞ্জে। সেখানে গিয়েও খোঁজ মেলেনি তাঁর।  উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মালদহ থেকে এনজেপি ট্রেনে ফেরার পথে নিখোঁজ হয়ে যান শিলিগুড়ি শহরের হাকিমপাড়ার বাসিন্দা জয় অধিকারী। এরপর থেকে লাগাতার তল্লাশি চললেও খোঁজ মেলেনি তাঁর। শুক্রবার জয়বাবুর সহকর্মী অমিত চক্রবর্তী জানান, এখনও কোনরকমভাবে কিছুই খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সকলে চিন্তায় রয়েছেন। 
  • Link to this news (বর্তমান)