নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শুক্রবার দুপুরে জলপাই মোড়ে একটি বাইক ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাসের সংঘর্ষের ঘটনায় আহত হন বাইক চালক। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাসটি কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল। জলপাই মোড়ে একটি বাইকে ধাক্কা মারে বাসটি। ঘটনায় সামান্য আহত হন বাইকের চালক। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিস বাসের চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানায়।