• করণদিঘির আলতাপুরে যুবতীর মৃতদেহ উদ্ধার
    বর্তমান | ২৮ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, করণদিঘি: করণদিঘি ব্লকের আলতাপুর মিশন স্কুলের সামনে জাতীয় সড়কের পাশে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এনিয়ে শুক্রবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে করণদিঘি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবতী মানসিক ভারসাম্যহীন ছিল। বেশ কয়েকদিন ধরে জাতীয় সড়কের আশেপাশে ছিল। বিভিন্ন দোকান‌‌ ও বাড়ি থেকে খাবার চেয়ে নিয়ে খেত। পুলিস জানিয়েছে, যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)