সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে রেস্তরাঁ ও মালিকের বাড়িতে ভাঙচুরের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। দিনে-দুপুরে একদল দুষ্কৃতী তাণ্ডব চালানোর ২৪ ঘণ্টা পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। পুলিস তদন্ত করছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ একদল যুবক রেস্তরাঁয় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। সামান্য দূরেই রেস্তরাঁ মালিকের বাড়ি গিয়েও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুরের পরেও শান্ত হয়নি তারা। বিকেলে ফের মালিকের বাবাকে মারধর করা হয়। সকালে তাণ্ডব চালানোর সময় রেস্তরাঁয় থাকা একটি স্কুটার ভাঙচুর করা হয়েছিল। সন্ধ্যায় সেই স্কুটারে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।